০৬ অক্টোবর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশালের গৌরনদীতে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক দ্বীন ইসলাম তালুকদার (২০)কে আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়দুলালী গ্রামের ধর্ষিতা গৃহবধু (১৯) বাদি হয়ে এ ধর্ষণ মামলা দায়ের করেন। দ্বীন ইসলাম ওই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাদিনীর স্বামী ঢাকায় একটি কোম্পানীর গাড়ি চালক হিসেবে চাকরি করে আসছেন । শ্বাশুড়িকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে বসবাস করতো। এ সুযোগে প্রতিবেশী নরপশু দ্বীন ইসলাম তালুকদার গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ওই গৃহবধুথর মুখে কাপড় দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে ওই ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত দ্বীণ ইসলাম তালুকদারকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গতকাল শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজাহারভূক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার দিন থেকেই বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থাণীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি মরিয়া হয়ে মাঠে নেমেছিলো বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।