১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
পিরোজপুরের নাজিরপুরে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের গাওখালীর উত্তর পাকুরিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাকারিয়া হোসেন জানান, সন্ধায় ওই খালে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শনিবার (১২ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।