০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
নিষেধাজ্ঞার তৃতীয় দিনে পটুয়াখালীর বাউফলে মা ইলিশ শিকারের অপরাধে তিন জনকে সাজা প্রদান করা হয়েছে। এরা হলেন নাজিরপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. চুন্নু ব্যাপারীকে (৩০) নিমদী গ্রামের রিয়াজ ব্যাপারী (৩২), সোহাগ (১৮) ও সুমন (১৮) । আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাহি মেজিস্ট্রেট কাজি আনিসুল হকের নেতৃত্বে কালাইয়া নৌ- ফাাঁড়ির পুলিশের সহায়তায় তেঁতৃলিয়া নদীর নিমদী পয়েন্ট থেকে এদেরকে আটকের পর চুন্নু ব্যাপরীকে ১০ দিনের এবং রিয়াজ, সোহাগ ও সুমনকে ২ দিনের করে সাজা প্রদান করা হয়। এ সময় ওই জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ও বেশ কিছু জাল জব্দকরা করা হয়েছে জানা গেছে।