০৩ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অতঃপর… সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোল চেকপোস্টে যাত্রীদের ভোগান্তি রোধে শেখ আফিল উদ্দিন এমপির শুদ্ধি অভিযান

বেনাপোল চেকপোস্টে যাত্রীদের ভোগান্তি রোধে শেখ আফিল উদ্দিন এমপির শুদ্ধি অভিযান

যশোরের বেনাপোল চেকপোস্ট পাসপোর্ট যাত্রীদের সুবিধার জন্য কোন রকম ভাবে যাত্রীরা হয়রানি না হয়।সে জন্য হয়রানি রোধে বেনাপোল চেকপোস্ট এক বিশেষ অভিযানে নামে যশোর-১ (শার্শা) আসনের সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ শুদ্ধি অভিযানে, সব পরিবহন কাউন্টার,বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান, ষ্টোর,গুলোতে কি কাজ হয় তা পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় এমপি বলেন যে কোন পাসপোর্ট যাত্রীকে কোন ভাবে হয়রানি বা ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নেয়, তাকে কোন ভাবে ছাড় দেওয়া হবে না, এবং প্রশাসন ও ছাড় দেবে না। সবাই তার প্রতিষ্টানে বৈধভাবে ব্যবসা করবে। কেউ যেন সরকারী দলের নাম ভাঙ্গিয়ে কোন অবৈধ কাজ না করে তার জন্য এ অভিযান।

১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টা হতে শুরু করে দুপুর ১.৩০ পর্যন্ত এই শুদ্ধি অভিযান চালানো হয়।

এ শুদ্ধি অভিযানে শেখ আফিল উদ্দিন এমপির সাথে ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব
নুরুজ্জামান,ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,সার্কেল এএসপি জুয়েল ইমরান,পোর্ট থানার ওসি মামুন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল,পৌর আওয়ামীলীগের সেক্রেটারি নাসির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ আরো অনেক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

এমপি শেখ আফিল উদ্দিন বলেন,বেনাপোল স্থল বন্দর বাংলাদের সর্ববৃহৎ স্থল বন্দর এদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজে যারা জড়িত থাকবে আমার কাছে কোনো ছাড় পাবে না বলে হুশিয়ারী করে দেন। বিশেষ করে লিবার শ্রমিক, বিজিবি চেকপোস্ট পয়েন্টে অযথা যাত্রী হয়রানি না করে।তার জন্য সুন্দর পরিবেশে কাজ করার আহ্বান জানান।স্থানীয় ব্যবসায়ীরা এন্টার প্রাইজ,ষ্টোর গুলোর ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজ পত্র সঠিক রাখা ও যাত্রী সেবার পাশাপাশি সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য বলেন।কোন দুই নাম্বারী কাজ না করার পরামর্শ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019