২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অানোয়ার পঞ্চায়েত মিলন,ভোলা।।
সংবাদ সংগ্রহ করে দ্বীপ উপজেলা মনপুরা থেকে মুল ভুখন্ড ভোলায় ফিরার পথে মেঘনা নদীতে স্প্রিড বোট বিকল হয়ে দেড় ঘন্টা নদীতে ভাসছিলো ভোলার ৮ সাংবাদিক। এরা হচ্ছেন একাত্তর টিভির কামরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির নজরুল হক অনু, যমুনা টিভির জাকির হোসেন এবং একুশে টিভির মেজবাহ উদ্দিন সিপু ও তাদের ক্যামেরাপার্সনরা। রাত সাড়ে ৮ টায় মনপুরা থেকে অন্য স্প্রিডবোর্ড গিয়ে তাদের কে উদ্ধার করে মনপুরায় দিয়ে যাওয়া হয়।