২১ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাকেরগঞ্জ প্রতিনিধি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নে একশত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-০৮, তারিখ: ০৭/১০/১৯। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানা এলাকায় স্পেশাল-২ কল সাইনে ডিউটি করাকালীন সময়ে বিসমিল্লাহ্ বাজারে অবস্থানকালে সোমবার (৭ আগস্ট) ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পারশিবপুর গ্রামের (বাকেরগঞ্জ টু বরগুনা গামী) পাকা রাস্তার বড় শিকদার বাড়ী সংলগ্ন ব্রীজের উপর মাদক ক্রয়/বিক্রয় অবস্থায় রুস্তম আলী হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (৩৫) কে ১শ পিস ইয়াবাসহ র্যাব সদস্যরা আটক করে। ওই দিনই র্যাব সদস্যরা আটককৃত মামুন হাওলাদাকে থানায় হস্তান্তর করে। বাকেরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দুপুরে মামুন হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করে।