১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। মঙ্গলবার দুপুরে উপজেলার চরমোনাই ও চরকাউয়া ইউনিয়ন লাগোয়া কীর্তনখোলা নদীভাঙন পরিদর্শনে যান।
প্রতিমন্ত্রী নদীভাঙন রোধে চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে চালিয়ে যেতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগিদও দিয়েছেন। পরে প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা দেন।
এসময় সাথে ছিলেন- আওয়ামী লীগ বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু , আ’লীগ নেতা মাহামুদুল হক খান মামুন এবং ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন উল্লেখযোগ্য।’