১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেক্স ৬ মাসের সাজাপ্রাপ্ত ইসমাঈল হোসেন সম্রাটকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কারাগারের কষ্টের আমদানী ওয়ার্ডে রাখা হবে।
রোববার রাত ৮টা ১৫ মিনিটে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নেয়া হয়। কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সাধারণ বন্দী হিসেবে কারাগারে রাখা হয়েছে।
আজ ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র্যাব। পরে তাদের ঢাকায় এনে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান জব্দ করা হয় মাদক, অস্ত্র ও ক্যাঙ্গারুর চামড়া।
ক্যাঙারুর দুটি চামড়া পাওয়া যাওয়ার ঘটনায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।