১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এস্টাফ রিপোর্টার : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নগর ভবনে দৈনিক মজুরিভিত্তিক তিনশ’ ৪০ জন কর্মীর বেতন বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের জনংসযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি নিশ্চিত করেন। এ কর্মকর্তা জানান, এবারে একযোগে বিসিসি নগর ভবনে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ কর্মচারীর বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কর্মচারীদের মাঝে কর্মচাঞ্চল্য বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে বেলায়েত হাসান আরও জানান, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগর ভবনের দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।
এর আগেও তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে নগরজুড়ে নিয়োজিত বিসিসি’র দৈনিক মজুরীভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন ৭ হাজার ৫শ’ থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেন। আগে এ কর্মীদের কোনো বোনাসও দেওয়া হতো না। কিন্তু মেয়র গত ঈদ থেকে তাদের বোনাস দেওয়ার প্রচলন করেন। এরই ধারাবাহিকতায় আসন্ন দূর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বী কর্মীরাও বোনাস পাবেন বলে জানান তিনি।