২০ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
পরিবার থেকে কিশোরদের শিক্ষা দিতে হবে

পরিবার থেকে কিশোরদের শিক্ষা দিতে হবে

পরিবার থেকে কিশোরদের শিক্ষা দিতে হবে, কিশোর ও কিশোরীদের সময় দিতে হবে। পরিবারের শিক্ষাই বড় শিক্ষা।

আমাদের মনে রাখতে হবে, আজকের কিশোররাই আমাদের ভবিষ্যত। ভবিষ্যতে তারাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা যদি বিপদগামী হয়, বিপথে যায় এর দায় কেউ এড়াতে পারবে না।

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে ‘কিশোর অপরাধ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সদর উপজেলা জামে মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহ, সাংবাদিক মীর আব্দুল আলিম, নাসিক কাউন্সিলর মাকছুদা মোজাফফর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও টিভি সাংবাদিক সৌরভ ইমাম, এ্যাডভোকেট বশির উল্যাহ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহমেদুল কবীর চৌধুরী, আরকে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ইকবাল হোসাইন, তিতুমির বিশ্ববিদ্যলয়ের অথীনীতি বিভাগের ছাত্র মেহেদী হাসান সৈকত ও ছাত্র শাফিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, কিশোর বয়সে অনেক জানার কৌতুহল থাকে, তাদের অনেক প্রশ্ন থাকে। সেটা আমাদের অভিভাবকদের পাশ কাটিয়ে যাওয়া ঠিক হবে না।

আমরা পরিবারের সদস্যরা আমাদের সন্তানরদের সময় দিতে পারছি না। পরিবারকেই সবার আগে হাল ধরতে হবে। মা-বাবা, পরিবার, সমাজ এবং রাষ্ট্র আমাদের যার যার অবস্থান থেকে কিশোরদের মানবিক গুণ সম্পন্ন মানুষ বানাতে হবে।

আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি আমাদের ঐতিহ্য। কিশোরদের স্বাধীনতা দিতে হবে। তাদেরকে ইতিবাচক শিক্ষা দিতে হবে, তাদের মতামত জানতে হবে- যার কোন বিকল্প নেই। সন্তানদের কোন কিছু চাপিয়ে দেয়া যাবে না। সন্তানদের মানবিক করে গড়ে তুলতে হবে।

ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, কিশোরদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। সেই করণীয়গুলো আমাদের মানতে হবে। আমাদের অনেক সামাজিক কাজ করার আছে। সব যদি সরকার ও প্রশাসনই করে, তাহলে আমরা কী করবো? আমাদের দায়িত্ব নিতে হবে। কিশোরদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুমিকা রাখতে হবে অবশ্যই খারাপ দিকগুলোকে বর্জন করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, কিশোর অপারাধের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধের অভাব। তাছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেলের বিভিন্ন সিরিয়ালও এর জন্য অনেকাংশে দায়ী।

ইরশাদুল উম্মাহ মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মনিরুজ্জামান সোহেলের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল নয়ন, শাহাদাত হোসেন স্বপন, আসাদুজ্জামান নূর, বিশাল আহমেদ, আরিফ হোসেন, কামরুল হাসান ও ইমন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019