২১ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে কৃষকদের মাঝে ফলের চারা এবং সবজি বীজ বিতরণ

ঘোড়াঘাটে কৃষকদের মাঝে ফলের চারা এবং সবজি বীজ বিতরণ

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্য বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা এবং বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্য এসব চারা ও বীজ পেয়েছেন এই উপজেলার ১৩৭ জন।
১০ আগষ্ট বৃৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষানীদের মাঝে এ সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সব ফলজ ও ঔষধি চারা এবং শাক-সবজির বীজ সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান। এ সব সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
২০২২-২৩ অর্থ বছরের বাস্তবায়িত এই প্রকল্পের অধিনে একজন কৃষক বা কৃষাণী পেয়েছেন সারা বছর ফল দেয় এমন জাতের কাটিমন আম, আনার, সফেদা, লটকন, আমড়া এবং কাঠাল গাছের চারা।
এছাড়াও ঔষধি গাছ হিসেবে অর্জুন এবং ১৪ প্রকারের হাইব্রিড ও উন্নতজাতের শাকসবজির বীজ।
বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়েছেন ফাতেমা বেগম নামে এক নারী। তিনি বলেন, ‘আমার বাড়ির পাশে কিছু জায়গা ফাঁকা পড়ে আছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে গাছের চারা ও বীজ পেলাম। পড়ে থাকা জায়গাতে এখন এসব চারা লাগাবো এবং শাকসবজির আবাদ করবো।’
মনোয়ার হোসেন নামে আরেকজন বলেন, ‘বিনামূল্যে শাকসবজির বীজ পেলাম। এসব বীজ বপণ করে ভালো ভাবে পরিচর্যা করতে পারলে কমপক্ষে ৪-৫ মাস আর শাকসবজি কিনে খেতে হবে না। পাশাপাশি পড়ে থাকা জমিটাও আর ফাঁকা থাকলো না।’
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘পারিবারিক পর্যায়ে নিজেদের পুষ্টিগুণের চাহিদা মেটাতে বর্তমান সরকার এবং কৃষি বিভাগ নানা ধরণের উদ্দ্যোগ গ্রহণ করেছেন। মাঠ পর্যায়ে আমরা প্রকল্প গুলো বাস্তবায়ন করছি। এসব প্রকল্প থেকে সফলতাও মিলছে আশানুরূপ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019