মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক-কৃষানীর মাঝে বিনামূল্য বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা এবং বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্য এসব চারা ও বীজ পেয়েছেন এই উপজেলার ১৩৭ জন।
১০ আগষ্ট বৃৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষানীদের মাঝে এ সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সব ফলজ ও ঔষধি চারা এবং শাক-সবজির বীজ সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান। এ সব সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
২০২২-২৩ অর্থ বছরের বাস্তবায়িত এই প্রকল্পের অধিনে একজন কৃষক বা কৃষাণী পেয়েছেন সারা বছর ফল দেয় এমন জাতের কাটিমন আম, আনার, সফেদা, লটকন, আমড়া এবং কাঠাল গাছের চারা।
এছাড়াও ঔষধি গাছ হিসেবে অর্জুন এবং ১৪ প্রকারের হাইব্রিড ও উন্নতজাতের শাকসবজির বীজ।
বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়েছেন ফাতেমা বেগম নামে এক নারী। তিনি বলেন, 'আমার বাড়ির পাশে কিছু জায়গা ফাঁকা পড়ে আছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে গাছের চারা ও বীজ পেলাম। পড়ে থাকা জায়গাতে এখন এসব চারা লাগাবো এবং শাকসবজির আবাদ করবো।'
মনোয়ার হোসেন নামে আরেকজন বলেন, 'বিনামূল্যে শাকসবজির বীজ পেলাম। এসব বীজ বপণ করে ভালো ভাবে পরিচর্যা করতে পারলে কমপক্ষে ৪-৫ মাস আর শাকসবজি কিনে খেতে হবে না। পাশাপাশি পড়ে থাকা জমিটাও আর ফাঁকা থাকলো না।'
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, 'পারিবারিক পর্যায়ে নিজেদের পুষ্টিগুণের চাহিদা মেটাতে বর্তমান সরকার এবং কৃষি বিভাগ নানা ধরণের উদ্দ্যোগ গ্রহণ করেছেন। মাঠ পর্যায়ে আমরা প্রকল্প গুলো বাস্তবায়ন করছি। এসব প্রকল্প থেকে সফলতাও মিলছে আশানুরূপ।'
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.