০৫ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা জুয়েলের গণসংযোগ দর্শনার রেলবাজারের আলোচিত গাজা ব্যবসায়ী তহমিনা গ্রেফতার ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এমএ গফুর ইন্তেকাল
বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগের আহ্বান ২০ দলের

বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগের আহ্বান ২০ দলের

অনলাইন ডেস্ক:: খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগ করে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোট।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের এক আলোচনা সভায় এই আহ্বান জানান জোট নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরকে ভোটাধিকার হরণ দিবস আখ্যা দিয়ে এই সভার আয়োজন করে জোট।

আলোচনা সভায় বক্তারা বলেন, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে একদিকে তারা গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করছেন। কিন্তু বিএনপির এমপিরা সংসদে রয়েছেন। এমন দ্বিমুখী আচরণ সাধারণ মানুষ ভালোভাবে নেবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের নেতারা এখানে জোরদার আন্দোলনের কথা বলেছেন। আমরাও মনে করি, সঙ্কট উত্তোরণে জোরদার আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাই মিলে সেই আন্দোলনের রণকৌশল ঠিক করতে হবে। আমরা শুধু কর্মসূচি দিতে চাই না, সেটা বাস্তবায়নও করতে চাই।’

২০ দলীয় জোট নেতাদের মনেপ্রাণে আন্দোলনে নামার উদাত্ত আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘লড়াইয়ের ময়দানে কে কতটুকু সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন, সেটাই বড় কথা। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।’

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, লড়াই ছাড়া বিকল্প নেই। সেই লড়াইয়ের ময়দান প্রস্তুত হচ্ছে। ফ্যাসিবাদের অপমানজনক বিদায় হবে, সবাই এদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।

এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা একদিকে একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে গণতন্ত্র হত্যা ও কালো দিবস বলছি, আবার আমাদের এমপিরা সংসদে রয়েছেন। তারা সংসদে থাকেন কেমন করে?

অনুষ্ঠানে এলডিপির সেলিমের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বিএনপির এমপিদের সংসদ থেকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহেরও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019