২১ নভেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
পদ পাচ্ছেন সাবেক-বর্তমান কয়েকজন সংসদ সদস্যও

পদ পাচ্ছেন সাবেক-বর্তমান কয়েকজন সংসদ সদস্যও

অনলাইন ডেস্ক:;আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেতে যাচ্ছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্য। তাঁদের রাখা হচ্ছে সম্পাদকমণ্ডলীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে। গত ২০ ও ২১ ডিসেম্বর দলটির জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আংশিক কমিটি গঠনের পর আজ বৃহস্পতিবার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের একটি সাংগঠনিক সম্পাদক পদে উত্তরবঙ্গের একজন সংসদ সদস্যকে আনা হচ্ছে। অর্থ-সম্পাদক পদ পেতে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান; তিনি দলের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত আতাউর রহমান খানের মেয়ে। আতাউর রহমান আওয়ামী লীগের দুঃসময়ে চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কার্যনির্বাহী সংসদের সদস্য হতে যাচ্ছেন জাতীয় নেতা প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। এ তালিকায় আরো আছেন সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, ফজিলাতুন্নেসা বাপ্পী ও আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। সানজিদা খানম ঢাকা-৪ আসন থেকে ২০০৮ সালে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের নির্বাচনের পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন। তাঁদের সঙ্গে কার্যনির্বাহী সংসদের সদস্য হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনূরও।

কমিটিতে যুক্ত হতে যাচ্ছেন পটুয়াখালীর একজন সাবেক সংসদ সদস্য। একাধিকবার নির্বাচিত এ সংসদ সদস্যের আসনে বিশেষ কারণে এবারে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়।

সূত্রগুলো জানায়, গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তাঁরা দলীয় প্রধানের সঙ্গে কমিটি ঘোষণার প্রসঙ্গে আলোচনা করেন। আজ দুপুরের দিকেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।
গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এখনো দলটির ৩৯ পদে নেতৃত্ব নির্বাচন বাকি রয়েছে। সূত্র কালের কণ্ঠ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019