২১ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন বড়ডলু ডিপি পাড়া মৃত নুরুল আলমের মেয়ে সুখী আক্তার (১৭) কংকাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের মা জানান, ২ মাস পূর্বে সুখী নিখোজ হয়েছে মর্মে মানিকছড়ি থানায় সাধারণ ডাইরি করা হয়।
১৪ ডিসেম্বর শনিবার দিনমুজুর আঃ শুক্কুর পার্শে¦র বাগান বাড়িতে কাজ করতে গেলে কংকাল দেখে ভয়ে চিৎকার দেয়।পরে এলাকার মেম্বার ও পুলিশকে খবর দিলে প্রথমে ঘটনাস্থলে এসআই শাহনেয়াজ গিয়ে বিষয়টি নিশ্চিত হন। ঘটনা জানাজানি হলে নিহতে মা শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে হারানো মেয়ে সুখী আক্তার শরীরে পড়নের জামা কাপড় দেখে শনাক্ত করে।
মানিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ আমির হোসেন বলেন, জিডি হওয়ার পর মানিকছড়ি থানা পুলিশ অনেক খোঁজা খুজি করেছে। তবে জিডির বিবরণে উদ্ধারকৃত লাশ কিনা শনাক্তকরণ যাচাই-বাছাই চলছে। এ ঘটনার পর খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উরজ্জামান মানিকছড়িতে ছুটে আসেন। মানিকছড়ি সার্কেল সহকারী এএসপি সাইফুল ইসলাম ঘটনাটি তদন্ত করছেন।
খাগড়াছড়ি পুলিশ আহমার উরজ্জামান সাংবাদিকদের বলেন, মানিকছড়ি থানায় ডাইরিকৃত কিশোরীর বিবরণে নিহতের মা মমতাজ খাতুনের বর্ণনা মূলে প্রাথমিকভাবে ধারনা করা হলেও ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।