২০ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। উপজেলার নতুন ঘোষনা হওয়া কমিটিতে এইচ এম জয়নাল আবেদীনকে সভাপতি এবং পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এরা দুথজনই সদ্য সাবেক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্মেলনে ওই দুটি পদে নতুন কোন প্রার্থী না থাকায় সকলের সম্মতিক্রমে সাবেক দুথজনকেই পুনরায় দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন র্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন তিনি। নতুন সভাপতি ও সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহথর পরামর্শ অনুযায়ী পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।