০৮ মে ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা
বাবুগঞ্জে পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রতিপক্ষের হামলায় আহত মোশাররফ।

বাবুগঞ্জে পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রতিপক্ষের হামলায় আহত মোশাররফ।

Exif_JPEG_420

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত মোশাররফ আকন এখন পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় এক বছর যাবত তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মজিবর আকনের ছেলে মাসুম আকন তার উপর অর্তকিত হামলা চালিয়ে মোশাররফ আকনের এক পা ভেঙে ফেলে। পরে তিনি বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু অর্থের অভাবে ন্যায়বিচার পাওয়ার জন্য তার দায়ের কৃত মামলার কোন তদারকি করতে পারছেন না মোশাররফ আকন। দীর্ঘ সময় পার হলেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগী পঙ্গু মোশাররফ আকন। অপরদিকে মামলার আসামীরা ক্ষতিপূরণ দেওয়া তো দুরের কথা উল্টো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রধান করছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

পঙ্গু মোশাররফ আকন বাবুগঞ্জ উপজেলার ২নং কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের (৭নং ওয়ার্ডের) আঃ রহিম আকনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ আজাদ জানান, মামলার চার্জসিট জমা দেওয়া হয়েছে। আদালতে মামলাটি চলমান আছে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে। সরকারিভাবে সে যাতে পঙ্গু ভাতা পায় সেজন্য তার কাগজপত্র ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগতভাবে আমি যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা করেছি।

মোশাররফ আকন বলেন, কাঠমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতাম। দীর্ঘ এক বছর যাবত কাজ করতে পারছিনা। চিকিৎসা খরচ তো দুরের কথা এখন পরিবার পরিজনদের নিয়ে বেচে থাকা দুষ্কর হয়ে পরেছে। এক বছর যাবত জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোন লাভ হয়নি। কোন ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসেনি।
অপর দিকে প্রতিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রধান করছে। মামলা তুলে না নিলে অপর পা ভেঙ্গে ফেলারও হুমকি দিচ্ছে। তিনি এব্যাপারে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী জানান, মোশাররফ আকনের পক্ষ থেকে কেউ সাহায্য সহযোগিতার জন্য আসেনি। আসলে অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন চেয়ারম্যান নূরে আলম বেপারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019