২৭ এপ্রিল ২০২৪, ১১:২৬ অপরাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধরীর বিরুদ্ধে আচরণ বিধি লক্সঘনের অভিযোগ ঘোড়াঘাটে বিএনপির দুই নেতা বহিষ্কার চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ৩৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ সুন্দরগঞ্জে সন্ত্রাস, নাশকতা ও মাদকের বিরুদ্ধে আলোচনা সভা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রী সেঃ রেকর্ড ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে প্রেমিকের হাতে তুলে দেন স্ত্রী, অতঃপর.. দুমকিতে মাহফিল কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৪ বরিশালে তীব্র গরম ও তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায়
বরিশালে উপহার সামগ্রী পেল দেড় হাজার অসহায় মানুষ।

বরিশালে উপহার সামগ্রী পেল দেড় হাজার অসহায় মানুষ।

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে করোনার কর্মহীন ও পিছিয়ে পড়া দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে সু-শৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী অসহায়-দুঃস্থদের হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এই উপহার সামগ্রী বিতরন করেন।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেড় হাজার মানুষের প্রত্যেককে ৮ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি সহ মোট ১৫ কেজি ওজনের বিভিন্ন খাদ্যদ্রব্য দেয়া হয়েছে প্যাকেটে। করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছে অসহায়-দুঃস্থ মানুষ।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের ১৮ শ্রেনীর মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এর মধ্যে ভিক্ষুক, নৌ শ্রমিক, বাস শ্রমিক, মুচি, নাপিতসহ নানা পেশার মানুষ রয়েছে।

করোনাকালে সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019