০২ মে ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় আচরণবিধি মানছে না প্রার্থীরা, পোষ্টারে ছেয়ে গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তদারকি নেই সংশ্লিষ্টদের বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী দুলালের মতবিনিময় বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার উসকানিতে নিজের রুটি-রুজির সংস্থান ধ্বংস করবেন না: শেখ হাসিনা চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে মে দিবস পালিত নানা আয়োজনে ঘোড়াঘাটে মে দিবস পালিত বানারীপাড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বিলকিস ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে “মহান মে দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত” আজকের ক্রাইম নিউজে চুয়াডাঙ্গার মনোহরপুর বৈশাখী মেলার নামে জুয়ার আসর সংবাদ প্রকাশিত হওয়ায় রাতে প্রশাসনের হানা বরিশালে প্রধানমন্ত্রী সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার
ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র হাতে ১২জন বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র হাতে ১২জন বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের হাতে নারী ও পুরুষসহ মোট ১২জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। গত মঙ্গলবার (২রা মার্চ) রাত আনুমানিক ৯টার সময় তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত খোশালপুর বিওপি’র বিজিবি।

আটককৃতরা হলো বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মৃত আলকাস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ জলিল হাওলাদার (৫০), জলিল হাওলাদারের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪৫), ও ছেলে মোঃ মাসুদ হাওলাদার (২৫), ঢাকার কামরঙ্গীচর থানার বড়গ্রামের মৃত মোহাম্মদ শেখের ছেলে মোঃ সেলিম শেখ (৭৭), একই থানার নবীনগর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ নীরব হোসেন (২৫), আশুলিয়া থানার ভেণ্ডাভর গ্রামের মোঃ ছাব্বির আলীর ছেলে মোঃ আবেদ আলী (৩৩), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চরহুগলা বুনিয়া গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে মোঃ শেখ আব্বাস আলী (৪২), কামরঙ্গীচর থানার নবীনগর গ্রামের মৃত হাসু দেওয়ানের ছেলে মোঃ আলম দেওয়ান (৫৪), চাঁদপুর জেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়াপাড়া গ্রামের নূর আলী শাহের কন্যা মোছাঃ শামছুন নাহার (৫০), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৮) এবং বগুড়া জেলার শাহাজাহানপুর থানার বেজোড়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের স্ত্রী মোছাঃ লাভলী আক্তার (৩৫)।

বিজিবি জানায়, গত মঙ্গলবার রাতে ৫৮ বিজিবি’র অধীনস্ত খোশালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১৫-আর হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ সুজন আলী (২৪) কে ১টি আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) সহ গ্রেফতার করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019