২১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নিবাচনের প্রচারণা বৃহস্পতিবার রাতেই শেষ হয়েছে। আর মাত্র একদিন পরেই ভোট। ১৬ জানুয়ারি শনিবার পৌরসভা নির্বাচচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে চলছে প্রার্থদের সবশেষ হিসেব-নিকেশ। ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে নিজের পাক্ষে বিজয় নিশ্চিত করতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কখনো প্রার্থী সরাসরি ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন আবার বিপরীত দিকে যেখানে প্রার্থী ¯^-শরীরে যেতে পারছেন না সেখানে কর্মী সমর্থকরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সমর্থক বাড়াতে দলীয় প্রার্থীকে বিজয় করতে উপজেলা থেকেও নেতা-কর্মীরা এসে প্রচারণা চালাতে দেখা গেছে। এটি শুধু মেয়র প্রার্থীর ক্ষেত্রেই হয়েছে।
শহর ঘুরে দেখা গেছে, পৌরসভা এলাকায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছেয়ে গেছে। কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ভোটারদের আগ্রহ খুব একটা না থাকলেও কে হচ্ছেন এবারের মেয়র তা নিয়ে চলছে নানা বিশ্লেষন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে তুমূল আলোচনা। এই উত্তাপ ছড়িয়েছে জেলা থেকে প্রতিটি উপজেলায়।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংর¶িত