২২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ ! কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ

বরিশালে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ ! কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ

বরিশালে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ ! কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ

সরকারি নিয়ম-নীতি বা আইনের তোয়াক্কা না করেই চারপাশের পরিবেশ দূষণের মধ্যে ফেলে বরিশালে চলছে অবৈধ ইটভাটা। সম্প্রতি এ বিষয়ে হাইকোর্টের নির্দেশের পরও অবৈধ ভাটা পুরোপুরি বন্ধ হয়নি। অল্প উচ্চতার ড্রাম-সিটের চিমনির ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় বলে বেশি উচ্চতার ইটের চিমনি বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এ আদেশ মানছে না ইটভাটার মালিক। বরিশালে কিছু এলাকায় অবৈধ ইটভাটা বন্ধ হলেও বরিশালের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নে মেসার্স খান ব্রিকস আইন-কানুনের তোয়াক্কা না করে অল্প উচ্চতার ড্রাম-সিটের চিমনির ব্যবহার করে ইট পোড়াচ্ছে। কৃষিজমির পাশে গড়ে উঠেছে এ ইটভাটা। এছাড়া মেসার্স খান ব্রিকসে অবৈধভাবে পোড়ানোর জন্য বিপুল পরিমাণ কাঠের খড়ি মজুদ করা হয়েছে। দেশের বনজ সম্পদ উজাড় করে প্রতিদিন ট্রাক ট্রাক খড়ি নিয়ে আসা হচ্ছে এ
বরিশালে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ ! কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ
ইটভাটায়।চরকরনজী এলাকার একাধিক ব্যক্তি ও ইউপি সদস্য অভিযোগ করেন, মেসার্স খান ব্রিকস কৃষিজমির পাশে স্থাপন করায় তাঁদের ফসলের ক্ষতি হয়। ভালো ফলন পাওয়া যায় না। ইটভাটার মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করতেও সাহস পান না। এছাড়া অই ইটভাটার কিছু দূরে পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি গুচ্ছ গ্রাম রয়েছে। এ ব্যাপারে মেসার্স খান ব্রিকসের প্রোপ্রাইটর মোকলেছুর রহমান খান মোবাইল ফোনে বলেন, গতবছর করোনার ভাইরাসের কারনে পরিবেশ অধিদপ্তরে আবেদন করতে পারি নাই, তবে এ বছর আমি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করেছি। আশাকরি ছাড়পত্র পেয়ে যাব এবং লাইসেন্স ও পাবো। সরকারি নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ইটভাটা স্থাপনের লাইসেন্স দিয়ে থাকে। এক্ষেত্রে পরিত্যক্ত অনাবাদি জমি, নিচু জলাশয়ের ধারে, নদীর পাশে এবং কমপক্ষে চারদিকে ১ কিলোমিটার জনশূন্য এলাকায় ইটভাটা স্থাপনের অনুমোদন দেওয়ার কথা।

পরিবেশ অধিদপ্তর উপপরিচালক কামরুজ্জামান সরকার বলেন, ড্রাম-চিমনির ইটভাটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ , ড্রামচিমিনওয়ালা ইটভাটাগুলোতে পরজায়ক্রমে অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটা মালিক যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন অবৈধ ইটভাটায় পরিবেশ-দূষণ করছে এরা পরিবেশের শত্রু এদের বিরুধে সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019