০৪ মে ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাড়ি শেষ তিন বছর পর জামিনে কারামুক্ত মামুনুল হক দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অতঃপর… সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
জনগণকে জিম্মি করে পকেট কাটছেন পরিবহন মালিক শ্রমিকরা। আজকের ক্রাইম-নিউজ

জনগণকে জিম্মি করে পকেট কাটছেন পরিবহন মালিক শ্রমিকরা। আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক

পরিবহন মালিক-শ্রমিকরা জনগণকে জিম্মি করে পকেট কাটছে বলে মন্তব্য করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, ভাড়া বাড়িয়ে সরকার অন্যায় করেছে। জনগণের পকেট কাটার সুযোগ করে দিয়েছে। অবিলম্বে এ বাড়তি ভাড়া প্রত্যাহারের জন্য ক্যাবের পক্ষ থেকে দাবি জানিয়েছেন তিনি।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
গোলাম রহমান বলেন, করোনার সময় গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে সরকার অন্যায় করেছে। সরকার করোনায় সময় অনেক ভালো কাজ করেছে। অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তটা হচ্ছে একটা মন্দ সিদ্ধান্ত। সরকারের উচিত অবিলম্বে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা। ক্যাবের পক্ষ থেকে আমরা যোগাযোগমন্ত্রীকে চিঠি লিখেছি।

আমরা বিবৃতি দিয়েছি যে, ভাড়া বাড়ানোটা সঠিক হয়নি। যেসব শর্ত দিয়েছেন তাও বাস্তবসম্মত বলে মনে হয় না।
যাত্রী ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হলেও অনেক পরিবহনের প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করার বিষয়ে তিনি বলেন, ৬০ শতাংশের বেশি ভাড়া আদায় তো অপরাধ। ব্যবসায়িক স্বার্থে জনগণের পকেট কাটা হচ্ছে। ব্যবসায়িক স্বার্থে ভাড়া বৃদ্ধি করে জনগণের পকেট কাটার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করব, অনুরোধ করব অবিলম্বে যেন এ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের যে পদক্ষেপ নেওয়া দরকার তা করা হচ্ছে না। বরং সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণকে জিম্মি করে পরিবহন মালিক-শ্রমিকরা নিজেদের মুনাফা বৃত্তি করছে। এক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থে জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এটা করা হয়েছে। তিনি বলেন, সরকার যখন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তখনই আমরা যোগাযোগমন্ত্রীকে চিঠি লিখেছি

আমরা সরকারকে অনুরোধ করছি, বিশেষ করে যোগাযোগমন্ত্রীর প্রতি অনুরোধ, তিনি তো রাজনীতিবিদ। তিনি জনগণের স্বার্থ দেখবেন।
ক্যাব চেয়ারম্যান বলেন, আমলারা তো জনগণের স্বার্থ দেখেন না। তারা ব্যবসায়িক স্বার্থ দেখেন। জনগণের যারা নেতা তথা প্রধানমন্ত্রী-যোগাযোগমন্ত্রীর উচিত হবে জনস্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করা। এ ছাড়া বাস্তবায়নযোগ্য নয়, এমন বিধি-নিষেধগুলোও প্রত্যাহার করার কথা বলেন তিনি।

স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে গোলাম রহমান বলেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যে বিধি মানাই হচ্ছে না, তা রাখার কোনো যৌক্তিকতা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019