২০ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
বাবুগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন

বাবুগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। এতে ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর অবস্থার অবনতি ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্বজনরা ঘটনাটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের সেন্টু মিয়ার পুত্র রাব্বি (১৮) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাবুগঞ্জের বাহেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন বিকেলে দায়িত্বপ্রাপ্ত নার্স সোনিয়া আক্তার
ও কর্মচারীরা তাকে একটি মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করেন, ফলে রাব্বির শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।

পরে রোগীর স্বজনরা স্যালাইনের বোতল পরীক্ষা করে দেখতে পান, স্যালাইনের মেয়াদ চার মাস আগেই শেষ হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্স সোনিয়া আক্তারের বাগবিতণ্ডা হয়। পরে পরিবার রোগীকে বাড়িতে নিয়ে যায় এবং স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করে।

পরবর্তীতে ক্ষুব্ধ রাব্বির বাবা সেন্টু মিয়া ৪ নভেম্বর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ-এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা ও নজরদারির অভাব লক্ষ্য করা যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের অবহেলার ঘটনা এ হাসপাতালে নতুন নয়, যা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন,
ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট নার্সকে তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019