০৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল) বিজননগর, ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইচ্ছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের অতিরিক্ত মধ্যপানে ২জনের মৃত্যু ও ৩জন আশঙ্কাজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
৪ই অক্টোবর (শনিবার) ভোর ৫টায় বিজয়নগর উপজেলার ইচ্ছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতারা হলেন, মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭৫) ও সুধাংশু দাস এর ছেলে সৌরভ দাস (২৩)।
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, একই এলাকার সদ্য মদ পানে নিহত শ্রীনিবাসের ছেলে অজিত মালাকার (৩৫), সুভাষ মালাকারের ছেলে সুমন মালাকার (৩০) ও শংকর মালাকারের ছেলে ঝন্টু মালাকার (৪৫)।
সূত্রে জানা যায়, গত ২রা অক্টোবর দুর্গাপূজার উৎসবে দশমী রাত্রে তারা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থা ধারণ করে। দুইদিন অতিবাহিত হওয়ার পর ঘটনার সময় অবস্থা বেগতিক দেখে ব্রাহ্মণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বিজয় নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা অ্যালকোহল পান করেছিল তবে মেডিকেল রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।