০৯ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য প্যাথেড্রিন ইনজেকশনসহ এক মহিলা গ্রেফতার হয়েছে।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ডিবি পুলিশের এএসআই আরিফুল ইসলাম ও এএসআই মোঃ মোত্তালেব হোসেনের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্বপাড়ায় রাস্তার উপর এক অভিযান চালায়। এ সময় একই উপজেলার জয়রামপুর গ্রামের লাবলু রহমানের মেয়ে লাবনী (৩০) কে গ্রেফতার করে।পরে দেহ তল্লাসী করে তার হেফাজত থেকে ২৬০ পিস প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।