০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক হয়েছে।
গতকাল ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার
কেশবপুর পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এক অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৃত জসিমের ছেলে সোয়াদ আলী (৩৮)র বাড়ি ঘেরাও করা হয়। পরে তার বাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি শট গান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র মজুদের কথা সে স্বীকার করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।