২১ নভেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত। তাই প্রার্থীকে না দেখে, না চিনে ‘পিআর ভোটের’ মাধ্যমে জয়ী করা—এটি দেশের মানুষের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের হিলির চন্ডিপুর সর্বজনীন মন্দিরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান প্রদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে, পাকিস্তানের ২৪ বছরেও এবং ব্রিটিশ আমলেও ‘পিআর ভোটের’ কোনো অনুশীলন হয়নি। সংবিধানের বাইরে কোনো সাংবিধানিক আদেশ বা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ তা ভালোভাবে নেবে না। বিএনপি কোনোভাবেই তা মেনে নেবে না।
ডাঃ এজেড এম জাহিদ আরও বলেন, আমরা মনে করি, দেশের সর্বোচ্চ আইন সংবিধান। সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থেকেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।