শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত। তাই প্রার্থীকে না দেখে, না চিনে ‘পিআর ভোটের’ মাধ্যমে জয়ী করা—এটি দেশের মানুষের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের হিলির চন্ডিপুর সর্বজনীন মন্দিরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান প্রদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে, পাকিস্তানের ২৪ বছরেও এবং ব্রিটিশ আমলেও ‘পিআর ভোটের’ কোনো অনুশীলন হয়নি। সংবিধানের বাইরে কোনো সাংবিধানিক আদেশ বা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ তা ভালোভাবে নেবে না। বিএনপি কোনোভাবেই তা মেনে নেবে না।
ডাঃ এজেড এম জাহিদ আরও বলেন, আমরা মনে করি, দেশের সর্বোচ্চ আইন সংবিধান। সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থেকেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.