২১ নভেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা অধিকারের পৃথক দুটি অভিযানে জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান মুদি দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়। এ সময় দামুড়হুদা থানা মোড় ও কার্পাসডাঙ্গা বাজারে পৃথক অভিযানে অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদ মূল্য উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রয় করার জন্য মো: মোমিনুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স মোমিন স্টোরকে ৫ হাজার ও মো: মোস্তাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স ইসলাম বীজ ভান্ডারকে ২০ হাজার এবং মো: আতিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স আসিফ বীজ ভান্ডারকে ৭ হাজার এই তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।