২১ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল।

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল।

হুসাইন মোহাম্মদ (রুবেল)
প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার চান্দুরা ডাকবাংলো মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিজয়নগর থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যনারে এ কর্মসূচিতে জামায়াতে ইসলামী, বিএনপি, হেফাজতে ইসলামি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, বিজয়নগর একটি ঐতিহ্যবাহী ও ভৌগোলিকভাবে সুসংগঠিত উপজেলা। এর দশটি ইউনিয়নের মধ্যে তিনটি, চান্দুরা, হরষপুর ও বুধন্তিকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করার প্রস্তাব বিজয়নগরবাসীর আত্মমর্যাদার ওপর আঘাত।

তারা আরও বলেন, প্রায় দুই লক্ষাধিক ভোটারবিশিষ্ট বিজয়নগর উপজেলা একটি একক সংসদীয় আসনের জন্য উপযুক্ত। অথচ বছরের পর বছর ধরে এই উপজেলার অংশবিশেষকে সদর, নাসিরনগর কিংবা সরাইল আসনে সংযুক্ত করে জনগণকে অবহেলার শিকার করা হচ্ছে। নতুন সীমানা পুনর্বিন্যাসে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

চান্দুরা ইউনিয়নের জামায়াতের,সভাপতি লুৎফুর রহমান, উপজেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক ডা: আলী নেওয়াজ ও সেক্রেটারি শিহাব হোসেন বলেন, বিজয়নগরের তিনটি ইউনিয়নকে কেটে অন্য আসনে যুক্ত করা খুবই হতাশাজনক। এতে প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন ব্যাহত হবে। হেফাজতে ইসলামির উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন বলেন, বিজয়নগরকে দুইভাগ করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। জনগণের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উপজেলা বিএনপি সেক্রেটারি, এডভোকেট ইমাম হোসেন, শরিফুল ইসলাম লিটন, ডাক্তার রফিকুল ইসলাম, জাকির হোসেন সালাম, বিআরডিবির সভাপতি জহিরুল ইসলাম, ছায়েদ খন্দকার, মাহাবুবুর রহমান, শাহ আলম মাস্টার, হুমায়ুন কবির খান, রাষ্ট্রু সরকার, সাঈদ খোকন,

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খসড়া বাতিলের দাবি জানানো হয়। দাবি না মানলে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019