২১ নভেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ৫ আগস্ট ২০২৫, স্মরণীয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যতিক্রমধর্মী গণমিছিল ও মহাসমাবেশ।
বিকাল ৪টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলবদ্ধভাবে মানুষের ঢল নামে শহরের কেন্দ্রস্থলে। হৃদয়ে লালিত আদর্শ ও পরিবর্তনের স্বপ্ন নিয়ে লাখো জনতা এই মহাসমাবেশে অংশগ্রহণ করে।
গণমিছিলটি চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল সমাবেশে রূপ নেয়। এ সময় চুয়াডাঙ্গার রাজপথ যেন জনসমুদ্রে পরিণত হয়।
মহাসমাবেশে নেতৃত্ব প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, গণমানুষের প্রিয় নেতা, গরিব-দুঃখী-মেহনতী মানুষের একমাত্র আস্থাভাজন, বারবার কারাবরণকারী, বিশিষ্ট আয়কর আইনজীবী ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাজারো আলেমের ওস্তাদ, পরিচ্ছন্ন রাজনীতিক, বারবার কারাবরণকারী বর্ষীয়ান নেতা, জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা মাওলানা আজিজুর রহমান।
এছাড়াও প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা-১ আসনের আগামী দিনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের দিন। তারা দেশ ও জাতির জন্য আত্মনিবেদন করেছে, সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে আজকের নতুন প্রজন্ম। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গার রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।