২১ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল) , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
বিগত আওয়ামী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সন্তান মোহাম্মদ সাজিদুর রহমান ওমর এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে অবস্থিত শহীদ ওমরের সমাধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধারণ ত্রিপুরা শহীদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম, মৎস্য কর্মকর্তা জায়মান জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবির, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম থানা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর দলীয় নেতাকর্মী ও এনসিপির আকিব জাবেদ তার দলে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ওমরসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।