১৫ Jul ২০২৫, ১১:০৪ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাস কাটা মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দু’ভাই এর করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহক আলীর বড় ছেলে আক্তারুজ্জামান (৫০) বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালি কাটছিলো। এমসয় সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার ছোট ভাই আলম হোসেন(৪০) তাকে বাঁচতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাদের দু’ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।