১৫ Jul ২০২৫, ১০:৩০ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বারইখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
এ উপলক্ষে বারইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুস জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাচ্চু, প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন স্থানীয় কৃষকদের মাঝে নারিকেল ও বিভিন্ন ফলজ চারা বিতরণ করেন। শেষে পরিষদ চত্ত¡রে নারিকেল চারা রোপন করেন।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নিবে না। অন্তবর্তীকালিন সরকারের ঘোষণা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহŸান জানান। #
#