২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার
দামুড়হুদায় ডিবি পুলিশ এক মাদক বিরোধী অভিযানে ৬০০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে এসআই মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) মামুনুর রহমান জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ দল দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে অভিযান চালায়।এসময় দামুড়হুদার পূর্বপাড়ার হক সাহেবের বাড়ি থেকে ৬০০ ইয়াবাসহ একই এলাকার
শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), দর্শনা দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০)ও দর্শনা ঠাকুরপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ডালিম (৩৫)কে গ্রেফতার করে।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে এদের কে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।