১৪ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন স্থানীয়রা সিলেটের দক্ষিণ সুরমায় ছাগল চুরি ঘটনা মিথ্যা প্রমাণিত, মুক্তি পেল দুই নিরীহ যুবক মহিলা সমাবেশে জেলা জামায়াত আমীর জামায়াত জান্নাতের টিকিট বিক্রি না,দেয় পখে চলার দিকনির্দেশনা বানারীপাড়ায় কেরামত আলী খান মৃত্যুর দুই বছর পরে পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বরিশাল সহ ২৩ জেলায় নুতান জেলা প্রশাসক নিয়োগ বরিশালে ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী উদ্ধারে তদন্তে প্রশাসনের নির্দেশ দেহেরগতি ইউনিয়নের মধ্যরাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনা চরমে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন গ্রেপ্তার বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
তেঁতুলিয়ায় প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হাসান মাস্টার আর নেই

তেঁতুলিয়ায় প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হাসান মাস্টার আর নেই

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া ওরফে হাসান মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি — রাজিউন) । বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নায়েক সুবেদার পদে চাকুরি করাকালীন স্বেচ্ছায় অবসর নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার জীবনে দীর্ঘদিন চাকরি করে প্রধান শিক্ষক পদ থেকে অবসরগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রতিভাবান সমাজসেবী ব্যক্তি ও প্রবীণ সাংবাদিক। পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তেুঁতলিয়া সরকারি ডিগ্রী কলেজের জমি দাতা এবং পঞ্চগড় জেলা মোটরমালিক সমিতির সদস্য ছিলেন। এছাড়াও এলাকার একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বৈরী আবহাওয়া ও আকাশে বৃষ্টির কারণে বেরং পাবসস লি. হলরুমে তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। পরে আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের আত্মার শান্তি কামানায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার আমির অধ্যাপক ইকবাল হোসাইন, তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক কাজিউল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, মরহুমের বড় ছেলে শাহীন রেজা মিয়া। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ কন্যা ও স্ত্রী এবং নাতী-নাতনি সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019