২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় রাতভর ছিল ডাকাত আতঙ্ক। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে অভিযান চালিয়ে ভজনপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গত শনিবার রাতে সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে বাংলা টি কোম্পানি সংলগ্ন বেলায়েত হোসেনে মাষ্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ডাকাতি হয়েছে বলে জানিয়েছে পরিবার।
আটককৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পালানো শাহাপুর এলাকার মৃত.আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৪০), একই উপজেলার মাধ্যমপুর মধ্যপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে শরীফুল ইসলাম (২৮), আজমপুর ফকিরপাড়া এলাকার মৃত.বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪১), মিঠাপুকুর উপজেলার শটিবাড়ি এলাকার মৃত.আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪২), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মৃত.রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০)।
ভুক্তভোগী বেলায়েত মাস্টারের ছোট ভাই জয়নুদ্দিন জানান, আমার বাড়ি থেকে কিছুটা দূরে বিশ্ব রোডের পশ্চিম পাশে ভাইয়ের বাসা। গতরাতে ৮-১০ জন ডাকাত আসে। দরজা ও বাইরে গেটের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে। টাকা পয়সা গহনা নিয়ে গেছে। সকালে আমি এসে দেখি বাড়িতে লোকজন নাই। এসে শুনি রড দিয়ে দরজা ভেঙে ভিতরে ঘরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়।
বেলায়েত মাস্টারের মেয়ে নুসরাত জাহান জানায়, কালকে গভীর রাতে কিছু লোকজন হঠাৎ আমাদের বাড়িতে ঢুকে পড়ে। ঢুকেই তারা আমার বাবা-মায়ের রুমে চলে যায়। আমি আলাদা রুমে ছিলাম, পরে ওরা বাড়িতে আক্রমন শুরু করলো, জিনিসপত্র লন্ডভন্ড করলো। সোনা গহনা ছাড়াও নগদ টাকা নিছে। ৫০ হাজার টাকা নিছে। নেয়ার পর এরা লুটপাট করতে ছিল পরে আমি রুমের ভেতর থেকে প্রথমে আমার ভাইকে ফোন দেই। পরে পুলিশকে ফোন দেই। পুলিশকে ফোন করে দেয়ার পর আমার চাচ্চুরা আসে তখন তারা পালিয়ে যায়।
পুলিশ জানান, গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এক স্কুল বাসে ডাকাতি হয়। এর পর সারাদেশে পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করেন। এরই সুত্র ধরে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল মোবাইল ট্যাকিং করে ডাকাতদের অবস্থান নিশ্চিত করে রংপুরে আসেন। একপর্যায়ে ডাকাতদের অবস্থান পরিবর্তন করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে দেখা যায় । পরে টাঙ্গাইল জেলা পুলিশ পঞ্চগড় জেলা পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ প্রশাসন এস এম শফিকুল ইসলাম, তেঁতুলিয়া থানার ওসি এনায়েত কবীর, সদর থানার ওসি তদন্ত এইচ এস এম সোহরাওয়ার্দি সহ ডিবি পুলিশদের সাথে নিয়ে অভিযান তল্লাশী শুরু করেন। এরই মাঝে রাতেই খবর পাওয়া যায় তেঁতুলিয়ার অজিজনগড় এলাকায় বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতি হচ্ছে। পরে তেঁতুলিয়ায় একদিকে গ্রামগুলোতে তল্লাশী অপরদিকে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিবির তল্লাশী চালানো হয়। এদিকে রোববার সকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাসযোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেক পোস্টে বাস থামিয়ে তল্লাশী করলে পাঁচজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় আনোয়ার হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতদের পরিবহন করেন তিনি।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।