১৫ মার্চ ২০২৫, ০২:১৪ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি, শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ ব্রিটিশ বাংলা সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ দর্শনায় আবারও বোমা উদ্ধার দর্শনায় ১০২ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১ সিলেটের গোলাপগঞ্জে এক যুবতীকে বখাটেরা জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা,বাড়ি ঘর-ভাঙচুর ঝালকাঠিতে ৩৫ কেজি জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছের রেনু জব্দ জরিমানা জেলায় ৮৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ১৫ মার্চ ঝালকাঠিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন বরিশালে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ডিমলায় প্রতিবন্ধী শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার।
আপার বাড়ি’ বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি

আপার বাড়ি’ বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি

আজকের ক্রাইম ডেক্স
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে আজ (বৃহস্পতিবার) সকালেও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে নারীসহ দুজন গণপিটুনির শিকার হয়েছেন। এর মধ্যে ওই নারী গণপিটুনির শিকার হয়েছেন কারণ তিনি বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতের মতো আজ সকাল থেকেও ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে এক যুবককে বেধরক মারপিট শুরু করেন শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমন্ডি-৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

কেউ বলছেন, ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। তখন আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু হয়।

এই ঘটনার ঠিক পাঁচ মিনিট পরই ধানমন্ডি-৩২ এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বার বার আপা আপা বলছিলেন, আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমন্ডি-৩২ এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। ১০/১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019