০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ জাতীয় কৃষক খেতমজুর সমিতির আয়োজনে দর্শনা থানা সম্মেলন প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দর্শনা রেলবাজার রুস্তম আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন মোঃ মুর্শিদ আলম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি সম্মেলন প্রস্তুতি কমিটি ও জাতীয় গণফ্রন্টের সমন্বক টিপু বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি সম্মেলন প্রস্তুতি কমিটি ও জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান ফিরোজ,কেরুজ শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,কেরুজ সাবেক শ্রমিক নেতা জুলফিকার হায়দার জুলু।প্রধান অতিথির বক্তব্যে টিপু বিশ্বাস বলেন,চাল,ডাল, তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ জনগণের ক্রয়ক্ষমতায় এনে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে।বর্তমানে দ্রম্যমূল্যের কষাঘাতে মেহনতি মানুষ আজ দিশেহারা।এর পরিতাণ চাই।