২২ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলার দর্শনা
হল্ট ষ্টেশনের চিত্রা ডাউন ও সুন্দরবন আপ ট্রেনের যাত্রাবিরতি ও দর্শনা পুরাতন আন্তজার্তিক আন্তঃ নগরসহ পূর্বের ২ টি লোকাল ট্রেনের বরাদ্দ এবং খুলনা-দর্শনা ডাবল লাইন স্হাপন সহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় পুরাতন বাজার দর্শনা আন্তজার্তিক রেল ষ্টেশন চত্তরে দর্শনা প্রেসক্লাব ও দর্শনার জন্য আমরা নামে দুটি সংগঠনের আয়োজনে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ দিনের আল্টিমেট একটি ঘোষণা করে। দাবি না মানলে কঠোর আন্দোলনের ও হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনার জন্য আমরা সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা চলাকালীন দক্ষিন পশ্চিম অঞ্চলের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সংগঠক এ্যাডভোকেট কমরেড মোঃ শহিদুল ইসলাম, দর্শনা সরকারী কলেজের সাবেক উপধাক্ষ মোঃ মোশারফ হোসেন, চুয়াডাঙ্গা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, দর্শনা জামায়েতের পৌর আমির সাহিকুল আলম অপু,দর্শনা গন উন্নয়ন গ্রন্থগারের পরিচালক কবি সাহিত্যিক মোঃ আবু সুফিয়ান,দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ওসমান আলী, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, দর্শনা পৌর ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম ওমিও, দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জেলা কমিটির যুগ্ন আহবায়ক তানভীর আহম্মেদ অনিক, দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ইমরুল কায়েস,সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।