০৯ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)দিনাজপুরের ঘোড়াঘাটে ইসকন নিষিদ্ধের দাবীতে ও এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
চট্টগ্রামে এ্যাড. সাইফুল ইসলাম আলিফকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক কুপিয়ে শহীদ,মসজিদ ভাংচুর, কুরআন পোড়ানোসহ রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
(৩০ নভেম্বর)শনিবার বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলা ওলামা ঐক্য পরিষদ রানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি রাণীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীগঞ্জ বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওঃ মোঃ সুলতান আহম্মেদ,মুফতি মোহিবুল্লাহ, , মাওঃ মোঃ আরশাদ হোসাইন, মাওঃ মোঃ আব্দুল মোমিন, মাওঃ মোঃ মোহাম্মদ আমিনুল্লাহসহ আরও অনেকে।
বক্তারা, এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার কঠোর বিচার ও ইসকনকে সন্ত্রাসী সংগঠন দাবী করে নিষিদ্ধের দাবী জানান।