০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদার বদনপুর গ্রামে সাইদুর রহমানের দায়ের করা চাঁদাবাজি মামলায় যুবলীগকর্মী আরিফুল কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার সকালে যুবলীগ কর্মী আরিফুলকে আদালত জেলহাজতে প্রেরণ করেছ। এর আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। দামুড়হুদা দশমীপাড়ার তৈয়ব আলীর ছেলে যুবলীগকর্মী আরিফুল ইসলাম(৩৫) কে দামুড়হুদা থানার অন্তগত বদনপুর গ্রামের নুরু নবীর ছেলে সাইদুর রহমান বাদী হয়ে ১০ নভেম্বর পেনালকোড আইনে একটা মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাত আসামী আরিফুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা (এসআই) নবাব আলী বলেন বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।