২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর শহরের বিকনা এলাকার ছানা-স্মৃতি বন্ধু মহল ও স্থানীয় মুসল্লীদের উদ্যোগে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ, এ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি ও মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কলেজ মোড় এলাকা থেকে ছানা-স্মৃতি বন্ধু মহল ও স্থানীয় মুসল্লীদের উদ্যোগে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ, এ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি ও মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ারসার্ভিস মোড়ে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ছানা-স্মৃতি বন্ধু মহল এর সদস্য সচিব মোঃ মেহেদী হাসান সিয়াম খলিফার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন,বাংলাদেশে এদের ঠাই হবে না। অবিলম্বে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। স্বাধীন বাংলাদেশ ও মুসলিম সম্প্রদায়ের জন্য তারা হুমকি। মুসল্লীরা ভারতের দালালদের বিরুদ্ধেও স্লোগান দেন এবং হুশিয়ারি উচ্চারণ করেন। তারা চট্রগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতার করে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।
সমাবেশ শেষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া ঝালকাঠি গুরুধাম এলাকায় একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।