০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আইনজীবি আলিফ হত্যাকান্ডের বিচারের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম , ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও জীল্লুর রহমান জালাল বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, চট্রগামের বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তি দাবি জানায়।