০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুর সাফারি পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও তথ্য প্রদানে টুরিস্ট পুলিশের কার্যকারিতা বৃদ্ধিতে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন ঢাকা ডিভিশনের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসেন এবং ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। এ সময় গাজীপুর সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং ফরেস্টার মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। সাফারি পার্কে পর্যটকদের পর্যটন সেবা নিশ্চিতকল্পে টুরিস্ট পুলিশের সাথে সাফারি পার্ক কর্মকর্তাদের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সাফারি পার্ক এলাকায় চুরি, ডাকাতি,ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ রোদ কল্পে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।