০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সরকারী ত্রানের ১শ৫০ পিচ কম্বলসহ আওয়ামীলীগ নেতা, কুমারী ইউপি চেয়ারম্যান যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার বার দুপুরে চুয়াডাঙ্গার যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের আঃ গণি বিশ্বাসের ছেলে, আওয়ামীলীগের নেতা ও কুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু (৩৮)কে গ্রেফতার করে।এসময় তার নিজ হেফাজতে থাকা১৫০ পিচ সরকারী ত্রাণের কম্বল উদ্ধার হয়। গ্রেফতারকৃত পিন্টুকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোপন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্য ও আলমডাঙ্গা পুলিশ অভিযান চালান কুমারী ইউনিয়নে। এ সময় চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় বিগত অর্থ বছরের সরকারি ত্রাণের ১৫০ পিস কম্বল। তার বিরুদ্ধে মামলায় উল্লেখ করা হয়েছে সরকারি ত্রাণের কম্বল তিনি গরীব ও দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখেন। ওই কম্বলগুলো কুমারী ইউনিয়ন পরিষদের নতুন বিল্ডিংয়ের নিচতলা পশ্চিম পাশের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।