০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, রবিবার সকালে চুয়াডাঙ্গা রেল বাজার মাছের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩) ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দারকে (২৪)কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে বিশেষ কায়দায় রাখা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।