২১ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার পাশ্ববর্তী উথলী রেললাইনে ট্রেনের আটটি তেলবাহী ট্যাঙ্কার খুলনামুখী যাওয়ার পথে লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনা হতে দেশের বিভিন্ন স্থানে যাওয়া ট্রেনযাত্রীরা পড়েছে মহা বিপাকে।
মঙ্গলবার দিনগত রাত ১ টার দিকে দর্শনার পাশ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টে ট্রেনের আটটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়।খুলনা থেকে দর্শনা পর্যন্ত এ রুটে সিঙ্গেল লাইন থাকায় এর পর থেকে খুলনা-যশোর-চুয়াডাঙ্গা রুটের ট্রেনযাত্রীদের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত ট্রেনে আটকা পড়ে শত শত যাত্রী।উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনা অভিমুখে যাচ্ছিল। উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করছে।