২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সুগন্ধা নদীতে শুক্রবার ১৮ই অক্টোবর বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর মা ইলিশ রক্ষার অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুই মৌসুমী জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নৌকা জাল ও মাছ জব্দ করে।আটককৃত জেলেরা হল নলসিটি বারইকরন এলাকার আদম ফকিরের ছেলে মোঃ মেহেদী (১৭)ও একই এলাকার আব্দুল খানের ছেলে জিয়া খান (৪৬)
আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং প্রায় ১৫ কে ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন আমাদের মা ইলিশ রক্ষার অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই মৌসুমী জেলেকে আটক করি। এবং আজ সারাদিন অভিযানে ২৫ হাজার মিটার জাল ও একটি নৌকা এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করি।
মা ইলিশ রক্ষার অভিযান আমাদের অব্যাহত থাকবে সরকারি নির্দেশ অমান্য করে যদি কেহ ইলিশ মাছ শিকার করে কাউকে ছাড় দেওয়া হবে না।