০৯ অক্টোবর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজো। হিন্দুদের পুজা মন্ডপের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা অংশগ্রহণে উৎসব উপলক্ষে সেচ্ছাসেবকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, যুগ্ম আহবায়ক আবু সাঈদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি রইস উদ্দিন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হিন্দু ধর্মাবলীরা যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে ব্যাপারে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে পুজো ও উৎসব পালনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।